সম্মানিত বিদ্যুৎ গ্রাহক গনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনি যদি একজন প্রি-পেইড বিদ্যুৎ গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি এক মাসের অধিক আপনার মিটারে মিনিমাম চার্জের টাকা(ডিমান্ড চার্জ +মিটার চার্জ) রিচার্জ না করে থাকেন তাহলে অতি দ্রুত মিটারের মিনিমাম চার্জ রিচার্জ করুন। দীর্ঘদিন ধরে রিচার্জ না করার কারনে প্রতি মাসেই আপনার বকেয়া বাড়ছে, যেটা এককালীন পরিশোধ করা কষ্টকর ব্যাপার, তাই আজই আপনার মিটারটি সচল রাখতে মিনিমান চার্জের টাকা রিচার্জ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস